Posts

৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস আপডেট 📣

 ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস আপডেট 📣 আপনারা জানেন, গত ১১ই নভেম্বর কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী যে রেকে উদ্বোধনী ট্রেনে যাত্রা করেছিলেন সেটি ঢাকা গিয়ে উদ্বোধনী যাত্রা সমাপ্ত করে। পরবর্তীতে ঢাকা থেকে সেই ট্রেনের কোচগুলো ধাপে ধাপে বিভিন্ন ট্রেনের সাথে যুক্ত করে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছে।  আগামী দুয়েক দিনের মধ্যে কোচগুলো একত্রিত করে প্রস্তাবিত ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেসের ১৬/৩২ লোডের রেক রেডি করা হবে চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ডে৷ রেক প্রস্তুত হলে চট্টগ্রাম থেকে ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ এম্পটি রেক কক্সবাজার নিয়ে যাওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১লা ডিসেম্বর রোজ শুক্রবার কক্সবাজার হতে ৮১৩ আপ কক্সবাজার এক্সপ্রেস প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করবে।  উদ্বোধনী প্রথম ট্রিপের টিকিট প্রকাশ হবে বৃহস্পতিবার.... https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0cKPHUiPS9rpfCTtgYtMCw1zEn3W85dv9TWBnCxTQk25q52E7HxXGQ1qX1VZeYcDLl&id=100083757796601&mibextid=Nif5oz